Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/ স্বাস্থ্য কেন্দ্র

স্বাস্থ্য চেংমারী উপ-স্বাস্থ্য কেন্দ্র মিঠাপুকুর, রংপুর।

মা - শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইউনিট(উপজেলা পর্যায়)

 

 

১.  মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে সেবা)

⇛ গর্ভবতী সেবা

⇛ গর্ভোত্তর সেবা

⇛ এম আর সেবা

⇛ নবজাতকের সেবা

⇛ ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা

⇛ প্রজননতন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা

⇛ ইপিআই সেবা

⇛ ভিটামিন এ ক্যাপসুল বিতরণ

 

২. পরিবার পরিকল্পনা সেবা( বিনামূল্যে প্রদত্ত )

⇛ পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান

⇛ খাবাড় বড়ি

⇛ জন্মনিরোধক ইনজেকটেবল্স

⇛ আইইউডি/কপারটি

⇛ ইসিপি

⇛ ইমপ্লান্ট

⇛ ভেসেকটমি/এনএসভি(স্থায়ী পদ্ধতি)

⇛ টিউবেকটমি( স্থায়ী পদ্ধতি)

⇛ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ / ব্যবহার জনিত  পার্শ্ব-প্রতিক্রিয়া ও জঠিলতার সেবা।

৩.  সরকার কর্তৃক নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা

⇛ কনডম-১ডজন এক টাকা বিশ পয়সা

৪. পরিবার পরিকল্পনা কার্যক্রমে গ্রহীতাকে সরকার নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে

⇛  আইইউডি এর ক্ষেত্রে= (১৫০+১৫০)= ৩০০ টাকা

⇛  ইমপ্লান্ট এর ক্ষেত্রে =(১৫০+১৫০)= ৩০০ টাকা

⇛ স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে= ২,০০০/- টাকা + একটি লুঙ্গি

⇛ স্থায়ী পদ্ধতি (মহিলা) এর  ক্ষেত্রে= ২,০০০/- টাকা + একটি শাড়ি।

৫. অন্যান্য সেবা ( বিনামূল্যে প্রদত্ত )

⇛ সাধারণ রোগীর সেবা

⇛  বয়ঃসন্ধিকালীন সেবা(কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)

⇛ স্বাস্থ্য শিক্ষা প্রদান।

৬. প্রয়োজনে যেকোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ(রেফার)।

৭. বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবা( পরিবার কল্যাণ সহকারী কর্তৃক)

(ক) বিনামূল্যেঃ

⇛  পরিবার পরিকল্পনা বিষয়ে সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধকরণ

⇛ খাবার বড়ি বিতরণ

⇛ ইনজেকটেবল্স প্রদান ( দ্বিতীয় ও  পরবর্তী ডোজ)

⇛ আইইউডি, ভেসেকটমি/এনএসভি(স্থায়ী পদ্ধতি-পুরুষ) ও টিউবেকটমি( স্থায়ী পদ্ধতি-মহিলা)গ্রহীতা প্রাথমিক বাছাইকরণ ও সেবা কেন্দ্রে নিয়ে আসা।

⇛ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরণ।

(খ) সরকার কর্তৃক নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে পরিবার পরিকল্পনা সেবা।

⇛  কনডম- এক ডজন এক টাকা বিশ পয়সা।

. সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বিনামূল্যে প্রদত্ত সেবা

⇛ বাড়িতে স্বাভাবিক প্রসব সেবা।

⇛  নবজাতকের সেবা।

⇛ জটিল রোগী সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরণ।

 

উপরেউল্লিখিত সেবা গ্রহণ  ও পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন:

  1. মিঠাপুকুর উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা ইউনিটে।
  2. এই উপজেলার ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে
  3. স্যাটেলাইট ক্লিনিকে

  4. কমিউনিটি ক্লিনিকে
  5. পরিবার কল্যাণ সহকারীর সাথে।