গ্রামাঞ্চলের কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়ানী ও ফৌজদারী বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তি করার জন্য
ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালতই “গ্রাম সালিশ”।
গ্রাম আদালত আইন:
গ্রাম আদালত আইন ২০০৬ এর আওতায় গ্রাম আদালত গঠিত হয়। ৯মে ২০০৬ইং তারিখ হতে গ্রাম আদালত আইন কার্যকর হয়েছে।
গ্রাম আদালতের কাঠামো:-
৫ (পাচ) জন প্রতিনিধির সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয়।
এরা হলেনঃ
১। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
২। আবেদনকারীর পক্ষের ২ জন প্রতিনিধি (১জন ইউনিয়ন পরিষদের মেম্বার
এবং ১জন গন্যমান্য ব্যাক্তি)।
৩। প্রতিবাদীর পক্ষের ২ জন প্রতিনিধি (১জন ইউনিয়ন পরিষদের মেম্বার
এবং ১জন গন্যমান্য ব্যাক্তি)। ধারা-৫।
গ্রাম আদালতের চেয়ারম্যানঃ
যে ইউনিয়নে গ্রাম আদালত গঠনের আবেদন দাখিল করা হবে সাধারনতঃ সে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত চেয়ারম্যান হবেন। ধারা-৬।গ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস