আনসার ভিডিপির উপযুক্ত প্রশিক্ষন প্রদান করে ইলেকশন ডিউটিতে জনবল প্রদান করে থাকে এছাড়া পেশা ভিত্তিক ট্রেনিং- হাস মুরগী পালন, গবাদী পশু পালন
উন্নত চুলা তৈরি করা, সুইটার নেটিং, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং ফ্রিজ মেরামত গ্রামেন্টন্স, ড্রাইভিং ট্রেনিং করে লাইসেন্স প্রদান, ইত্যাদি প্রশিক্ষন প্রদান করে এলাকার বেকার যুব যুবতী সাবলম্বি করে থাকে
১. আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সাহায্য সহযোগিতা করা।
২. চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবিকে সাহায্য করা ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা বাহিনীকে সাহায্য করা।
৩. আর্থ সামাজিক উন্নয়নে ভাগ্যের পরিবর্তন করা।
৪. আনসার কমান্ডার, ইউনিয়ন দলপতি, দলনেত্রী ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাধ্যমে সেবা পাওয়া যাবে।
১. আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সাহায্য সহযোগিতা করা।
২. চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবিকে সাহায্য করা ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা বাহিনীকে সাহায্য করা।
৩. আর্থ সামাজিক উন্নয়নে ভাগ্যের পরিবর্তন করা।
৪. আনসার কমান্ডার, ইউনিয়ন দলপতি, দলনেত্রী ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাধ্যমে সেবা পাওয়া যাবে।
আনসার ভিডিপির তালিকা
চেংমারী ইউনিয়ন, মিঠাপুকুর,রংপুর।
নং | নাম | পিতার নাম | গ্রাম |
1. | কমান্ডার মো: মুসা প্রধান | মৃত-রইচ উদ্দিন | মাহিযারপুর |
2. | মো: মজনু মিয়া | মোফাজ্জেল | মামুদেরপাড়া |
3. | মো: দুদু মিয়া | তোজাম্মেল | লোহাকুচি |
4. | মো: লালু মিয়া | আফসার | চেংমারী |
5. | মো:আনোয়ার হোসেন | মৃত ছপির উদ্দিন | মামুদেরপাড়া |
6. | মো: ইউনুস | রহমান | রামনাথপুর |
7. | মো: ওয়াহাব | মকবুল | চেংমারী |
8. | মো: কোব্বছ মিয়া | মৃত ছপির | চেংমারী |
9. | মোছা: আদুরী বেগম | দাউদ | চেংমারী |
10. | রায়হান | কাশেম | রামেশ্বরপুর
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস